বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপদের পাশে থাকতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এজন্য ৫০০ কোটি টাকার কো-ফাইন্যান্সিং ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে।
সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানের এক সেশনে এসব কথা বলেন তিনি।
সেশনে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আইসিটি সচিব শীষ মোহাম্মদ ও প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফাইয়্যেজ আহমেদ তৈয়্যব। সঞ্চালনায় ছিলেন শেয়ার ট্রিপের সিইও সাদিয়া হক।
গভর্নর বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোও ইতোমধ্যে ৮০০-৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপদের জন্য। শুধু ঢাকাকেন্দ্রিক নয়, এখন সারাদেশ থেকেই উদ্যোক্তারা এই সুবিধা পাচ্ছেন। তবে সফলতার জন্য স্টার্টআপদের স্বচ্ছতা ও ধৈর্য ধরে ব্যবসা বাড়ানোর পরামর্শ দেন তিনি।
বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে স্বশরীরে এসে বাস্তব চিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুনছি বেশি, বলছি কম। বিনিয়োগকারীদের মতামতই আমাদের পথনির্দেশ।
অনুষ্ঠানে ফাইয়্যেজ আহমেদ জানান, ইন্টারনেটের দাম গেটওয়ে লেভেল থেকে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ইন্টারনেট বন্ধ করবে না এবং ভবিষ্যতের সরকারও যাতে তা না করতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে।