ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ফিরতি যাত্রায় স্বস্তির চিত্র স্পষ্ট হলেও দক্ষিণাঞ্চলের যাত্রীদের অভিযোগ—তাদের গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
শুক্রবার ও শনিবার সড়ক, নৌ ও রেলপথে হাজারো যাত্রীকে রাজধানীসহ কর্মস্থলমুখী হতে দেখা গেছে। ঢাকার কমলাপুর স্টেশন, গাবতলী বাস টার্মিনাল ও সদরঘাটে ছিল চোখে পড়ার মতো ভিড়। তবে এবার ফেরার যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় ভোগান্তির তেমন অভিযোগ নেই।
অন্যদিকে বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ফিরতে যাওয়া যাত্রীরা অভিযোগ করছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ টাকা নিচ্ছে অনেক পরিবহণ। বরিশালের নথুল্লাবাদ টার্মিনালে সরেজমিনে দেখা গেছে, লোকাল বাসগুলোতেও টিকিট মিলছে অতিরিক্ত দামে।
সাধারণ যাত্রীরা বলছেন, টিকিটের সংকট ও দালালদের কারণে বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়েই ফিরতে হচ্ছে। যদিও পরিবহণ মালিকদের পক্ষ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ঢাকার প্রবেশপথগুলো এখনো তুলনামূলক ফাঁকা। তবে শনিবার থেকে মানুষের ঢল বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ রোববার থেকে সরকারি অফিসসহ বেশিরভাগ প্রতিষ্ঠানে ছুটি শেষ হচ্ছে।
এবারের ঈদযাত্রা ও ফিরতি যাত্রা দুটোতেই তুলনামূলক স্বস্তির চিত্র থাকলেও কিছু নির্দিষ্ট রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের মনে অসন্তোষের ছাপ ফেলে গেছে।