চব্বিশের পরাজিত শক্তির অপচেষ্টাকে রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, স্বৈরাচারের দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেয়ার চেষ্টা করছে।
বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি।
নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত বিতর্ক-বিশ্লেষণ এবং আলোচনার মাধ্যমে বর্তমান সরকারকে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশ এখন যুগ-সন্ধিক্ষণে মন্তব্য করে শফিকুল আলম বলেন, এখন সময় এসেছে মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার। কেউ যেন নাগরিকের অধিকার কেড়ে না নেয় সে বিষয়ে সচেতন থাকতে হবে।
এছাড়াও, জুলাই গণুভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আন্দোলনে সামনের সারিতে থেকে নারীরাই শেখ হাসিনার পতন ঘটিয়েছে।