মির্জাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, যারা দেশের জনগণকে পিছনে ফেলে পালিয়ে যায়, তারা প্রকৃত রাজনীতিবিদ নয়। তারা দেশ ও দেশের ভবিষ্যৎকে ভালোবাসে না, বরং তারা দেশের সম্পদ লুন্ঠন ও মেধাবী ছাত্রদের জীবন ধ্বংস করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “৫ আগস্টের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে যে বিজয় এসেছে, সেটি তরুণদের অবদানে সম্ভব হয়েছে। আজকের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনার হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার দৃশ্যই আমাদের চোখে ভেসে উঠছে।”
আবুল কালাম আজাদ আরও বলেন, “গত ১৫ বছর দেশের তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই আগামী নির্বাচনে তারা অধীর আগ্রহে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আমাদের নেতা তারেক রহমান শ্লোগান দিয়েছেন—‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।’”
তিনি আরও যোগ করেন, “৩১ দফার রূপরেখায় তরুণদের কর্মসংস্থান ও যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আহমেদ আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম প্রমুখ। পরে দুপুরে একটি বিশাল আনন্দ মিছিল মির্জাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।