আগামী বছর পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের নিবন্ধন নীতিমালা অনুযায়ী এ সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ২০২৬-এর প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে, যা ১২ অক্টোবর পর্যন্ত চলবে। আগামী বছর হজে যেতে হলে চার লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিতে হবে।
নিবন্ধন প্রক্রিয়া ব্যাপকভাবে প্রচারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সব মোবাইল অপারেটরকে বিনা মূল্যে এসএমএস পাঠানোর নির্দেশ দিয়েছে, যাতে দেশের মুসলিম নাগরিকরা সময়মতো নিবন্ধনের তথ্য পান।
আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।