টাঙ্গাইল পৌরসভার জনসাধারণ এর মধ্যে যারা লাইনে দাঁড়িয়ে বা জনসম্মুখে খাদ্য সামগ্রী গ্রহণ করতে সংকোচবোধ করেন তাদের নাম সম্পূর্ন গোপন রেখে প্রত্যেকের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য হট লাইন সেবা চালু করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন। হট লাইনে ফোন করলেই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
হট লাইন নম্বরগুলো হচ্ছে – ০১৭১১০৫১৫২০, ০১৮১২৫৮৮৫৯৯, ০১৭১৯০৯০১৩৭।
এছাড়াও সদর উপজেলায় আর্থিকভাবে অসচ্ছলতার কারণে যারা “করোনা ভাইরাস” সংক্রমণের সব থেকে বেশি ঝুঁকি নিয়ে জীবনযাপন করছেন এরকম জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষা ও তাদের সচেতন করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে, হটলাইন সেবা চালু এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশনে ব্যবস্থাসহ নানা কর্মসূচী হাতে নিয়েছেন।
করোনা ভাইরাস আতঙ্কের কারণে উপজেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য এমপি ছানোয়ারের নিজ অর্থয়ানে শুরু থেকেই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীর চালু রয়েছে।
এর আগে ২৯ মার্চ রোববার হতে করোনা প্রতিরোধে টাঙ্গাইল সদর উপজেলায় ১২টি ইউনিয়ন ও পৌরসভায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করা হয়।