হবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়া (৪৫), তার স্ত্রী রিয়া বেগম (৩৮) এবং তাদের ১৭ বছর বয়সী মেয়ে কুলসুমা।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে যৌথবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে রাতেই তাদের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার মো. লাল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ।