হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের প্রবেশপথ, এমএ মোতালেব চত্বর ও বাসটার্মিনাল এলাকা থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার। সহায়তা করেন সেনাবাহিনীর একটি দল, হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও পৌরসভার শ্রমিকরা।
পৌরসভা সূত্রে জানা যায়, হাসপাতাল ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে উঠেছিল চা, ফল, ভেরাইটিজসহ নানা দোকান। যা যান চলাচলে বাধা সৃষ্টি করছিল।
এর আগেও একাধিকবার এসব দোকান উচ্ছেদ করা হলেও আবার বসানো হয়েছিল। আজকের অভিযানে শ্রমিকরা স্থাপনা সরিয়ে নেন এবং কিছু ব্যবসায়ী স্বেচ্ছায় দোকান সরিয়ে নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনসাধারণ ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে।