খবর বাংলা
,
ডেস্ক
রাজা শশাঙ্কের গৌড় সাম্রাজ্য থেকে শুরু করে পাল, সেন, মুঘল, ইংরেজ ও পাকিস্তানি শাসন পার হওয়ার পর আজকের স্বাধীন বাংলাদেশ গড়ে উঠেছে। বহু রাজার মসনদ, নবাবের শাসন, বাংলার বিভাজন এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে কোয়ালিশন—all মিলিয়ে এই ভূখণ্ডের ইতিহাস বহুস্তর।
ঢাকা কখনো বাংলার রাজধানী হয়েছে ১৬১০ সালে। ১৯০৫ সালে আসামের সঙ্গে মিলিত হয়ে পুনরায় রাজধানী হয়। ১৯৪৭ সালের দেশভাগে পূর্ব ও পশ্চিমবঙ্গ বিভক্ত হয়। পাকিস্তানি আমলে ‘ওয়ান ইউনিট’ প্রয়োগের মধ্য দিয়ে পূর্ববঙ্গের মর্যাদা সীমিত করা হয় এবং নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান।
তবুও, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রায় নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করে। আজকের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, নিজের পতাকা ও আন্তর্জাতিক স্বীকৃতি সহ। এই ইতিহাস প্রমাণ করে, বাংলাদেশের স্বাধীনতা সহজভাবে অর্জিত হয়নি, বরং বহু শতাব্দী শাসন-শোষণ পেরিয়ে মানুষের সংগ্রামের ফল।
তথ্য সূত্র : যমুনা টিভি











