রাজধানীর হাতিরঝিল এলাকায় ভেঙে যাওয়া সীমানা প্রাচীর দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে হাতিরঝিল এলাকায় রাজউকের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
রাজউক চেয়ারম্যান জানান, হাতিরঝিল এলাকাকে দর্শনার্থীবান্ধব ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। এ সময় তিনি এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তা আরও সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশ দেন।
পরিদর্শনকালে হাতিরঝিলের নিরাপত্তা জোরদার ও উল্টো পথে যান চলাচল বন্ধে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদেরও কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অধীনে আমবাগান চল্লিশঘর এলাকায় একটি স্যুয়ারেজ লাইন সংযোগের কাজ চলাকালে হাতিরঝিলের যে অংশে সীমানা প্রাচীর ভেঙে যায়, সেই গ্রেড বিম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান। মেরামত কাজ চলমান থাকলেও গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
তিনি ডিএনসিসিকে সঠিক নকশা অনুসরণ করে কাজ করার নির্দেশ দেন এবং মেরামতের গুণগত মান নিশ্চিত করার তাগিদ দেন।
পরিদর্শনে রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।