চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে বন্য হাতি তাড়ানোর দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। এতে ভোগান্তিতে পড়েছে পথচারীসহ কেইপিজেডের হাজার-হাজার কর্মচারী।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ৬টা থেকে কর্ণফুলী কোরিয়ান ইপিজেডের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এসময় পিএবি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, এদিন সকাল ৬টার সময় কেইপিজেডের বিভিন্ন ফটকে অবরোধ শুরু হয়। এতে শ্রমিকেরা আটকে পড়েন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পিএবি সড়ক দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতকারী যাত্রীরা। ওই সড়ক দিয়ে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া উপজেলার লোকজন চট্টগ্রাম শহরে যাতায়াত করেন। এ ছাড়া আজ কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া লোকজন ভোগান্তির শিকার হন।
বিক্ষুব্ধদের অভিযোগ, খাদ্য সংকট ও হাতির অভয়ারন্য ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তোলায় লোকালয়ে চলে আসছে হাতি। এতে ফসলি জমি নষ্ট হচ্ছে।
এছাড়া গত ২১ মার্চ হাতির শুরের আঘাতে ৩ মাস বয়সী এক শিশু মারা যায়। এ ঘটনায় পরদিন হাতি তাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ না দেখায় আজ আবারও সড়ক অবরোধ করে এলাকাবাসী।