লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ এপ্রিল) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটক দুইজনকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়।
আটকরা হলেন—হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন এবং ভেলাগুড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি প্রার্থী ইবনে ওহাব মুরাদ।
পুলিশ জানায়, ২০১৪ সালের একটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামলায় ইবনে ওহাব মুরাদকে এবং চলতি বছরের ১৮ জুলাই সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার মামলায় হাফিজুল্লাহ টাইফুনকে আটক করা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, “পৃথক দুটি মামলায় এই দুইজনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।”