খবর বাংলা
,
ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশেষায়িত এই বিমান। দুপুর দেড়টার দিকে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
এদিকে, হাদিকে আনতে বিমানবন্দর থেকে ইতোমধ্যে দুই সদস্যের একটি মেডিকেল প্রতিনিধি দল রওনা দিয়েছে। এই দলে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন।
দুই দিন পার হলেও ওসমান হাদির শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রোববার চিকিৎসকরা জানান, ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্ক অতিরিক্ত ফোলার কারণে তার রক্তচাপে ওঠানামা দেখা যাচ্ছে। হৃদস্পন্দনও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। সোমবার পর্যন্ত নতুন করে তার শারীরিক অবস্থার বিষয়ে মেডিকেল টিম কোনো হালনাগাদ তথ্য দেয়নি। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ তথ্য জানান। একই রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকার পরদিন ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। পাশাপাশি একই দিন বিকেলে জাতীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজনের ঘোষণাও দেওয়া হয়।
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতেই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
তথ্য সূত্র : যমুনা টিভি











