ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। একই সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) পুলিশ এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, ঘটনার পর সংগৃহীত তথ্য ও আলামত বিশ্লেষণ করে মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তদন্তের অংশ হিসেবে এর মালিককে হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককেও শনাক্ত করার দাবি করেছে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, ওই মোটরসাইকেল চালকের নাম আলমগীর হোসেন। তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন পোস্টের জিওট্যাগে নিয়মিতভাবে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ের নাম ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
দ্য ডিসেন্ট আরও জানায়, আলমগীরের ফেসবুক প্রোফাইলে থাকা একাধিক ছবির সঙ্গে গত ৫ ও ১২ ডিসেম্বর ওসমান হাদির গণসংযোগ চলাকালে তোলা ছবি তুলনামূলকভাবে বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণার সময়ও তাকে সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে বলে দাবি করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











