আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার মতো আরও সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি, এ রকম আরও ঘটনা ঘটতে পারে।”
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যখন দেশের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, তখনই নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ড ও সহিংসতায় মেতে উঠছে—যা গভীর উদ্বেগজনক।
শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। এ দিনটি বারবার জাতিকে শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করিয়ে দেয় এবং স্বাধীনতার চেতনাকে আরও এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়।
বিএনপির মহাসচিব আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার শপথে তারা অটল। তিনি জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁর পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়েছে।











