জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সেনানিবাস থেকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ পুনর্বাসনের চাপে পড়ার দাবি নাকচ করেছে সেনাসদর। শনিবার এক বিবৃতিতে এটি ‘রাজনৈতিক স্টান্টবাজি’ এবং ‘অপরিপক্ক গল্পের সম্ভার’ বলে উল্লেখ করেছে সেনাবাহিনী।
শুক্রবার এক ফেসবুক পোস্টে হাসনাত দাবি করেন, ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের উদ্যোগ চলছে এবং ১১ মার্চ এক বৈঠকে তাদের এই দল মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়।
তবে সেনাসদরের বিবৃতিতে বলা হয়, হাসনাত ও সারজিস আলমই দীর্ঘদিন ধরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিলেন এবং তাদের আগ্রহেই বৈঠকের আয়োজন করা হয়। সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এটি তাদের ব্যক্তিগত উদ্যোগ ছিল, নাকি দলের অনুমোদিত সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়।