সারা দেশের মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
তিনি লেখেন, “ঢাকার শাহবাগ ছাড়া দেশের অন্যান্য হাইওয়েতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত ও সমাবেশ করুন, তবে মহাসড়কে ব্লকেড নয়। ব্লকেড খুলে দিন।”
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান ‘শাহবাগ ব্লকেড’ এখনো অব্যাহত রয়েছে। শাহবাগ মোড়ে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি ও সমমনা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জরুরি যানবাহনের চলাচলে ছাড় দেওয়া হলেও সাধারণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের অবস্থান চলবে। আজ শনিবার বিকেল ৩টায় আবারও গণজমায়েতের কর্মসূচি রয়েছে।
এই আন্দোলনের নেতৃত্বদানকারীরা এটিকে “দ্বিতীয় অভ্যুত্থান পর্ব” হিসেবে ঘোষণা দিয়েছেন।