লেবাননের বৈরুতে ব্যাপক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে শুক্রবার ইসরায়েলি বিমান বাহিনী বৈরুতে বেশ কয়েকটি বিমান হামলা চালায়। এসময় হিজবুল্লাহর সদর দপ্তরেও হামলা চালানো হয়, সেখানেই হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী এক্স-এর একটি পোস্টে লিখেছে, ‘হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাস করতে পারবেন না।’ হাসান নাসরাল্লাহর হত্যা ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য।
নাসরাল্লাহর মৃত্যুর আগে হিজবুল্লাহর অনেক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। হাসান নাসরাল্লাহর আগে হিজবুল্লাহর প্রধান ছিলেন আব্বাস আল-মুসাভি। মুসাভিও ১৯৯২ সালে ইসরায়েলের একটি বিমান হামলায় নিহত হয়েছিল, তারপরে ক্ষমতা হাসান নাসরুল্লাহর হাতে চলে যায়। প্রায় দুই মাস আগে হামাস প্রধান ইসমাইল হানিয়াও ইরানে ইসরায়েলের হাতে নিহত হয়।
ইসরাইলের গণমাধ্যমগুলো লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবারের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার যে দাবি করেছিল তা নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ।
এ বিষয়ে হিজবুল্লাহ’র পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।
সোমবার ইসরাইল বোমা হামলার অভিযান জোরদার করার পর থেকে লেবাননে ডজনখানেক শিশু সহ ৭০০জনের বেশি মানুষ নিহত হয়েছে।