বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৪-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বুধবার (২৩ জুলাই) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে ৯৭তম অবস্থান থেকে বাংলাদেশের পাসপোর্ট এবার উঠে এসেছে ৯৪তম স্থানে।
বর্তমানে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। বিশেষজ্ঞরা এই অগ্রগতিকে বাংলাদেশের ভ্রমণ সুবিধার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর, যাদের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের সাত দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।
অস্ট্রিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ যৌথভাবে চতুর্থ স্থানে আর নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ও গ্রিস পঞ্চম স্থানে রয়েছে। যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ এবং যুক্তরাষ্ট্র রয়েছে ১০ম স্থানে।