জুলাই-আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছে বলে প্রমাণ মিলেছে। রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিন র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আন্দোলন দমনে নির্বিচারে গুলির যে নির্দেশ বা পরিকল্পনা ছিল, অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেন র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদ।
এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তিনি বলেন, র্যাবকে ব্যবহার করে হারুন অর রশীদ এত ধরনের অপরাধ করেছিলেন, যার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পাচ্ছে। এর ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়। আদালত তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।
এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় দুই আসামি কনস্টেবল মুকুল ও এসআই মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালত অনুমতি দিয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর।