আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রাথমিক তালিকা প্রকাশ করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, “আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি। যেসব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।”
প্রধান মনোনীত প্রার্থীদের তালিকা
উত্তরাঞ্চল:
-
পঞ্চগড়-১: মো. সারজিস আলম
-
ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম
-
ঠাকুরগাঁও-৩: মো. গোলাম মর্তুজা সেলিম
-
দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির
-
দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ
-
নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন
-
নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন
-
লালমনিরহাট-২: রাসেল আহমেদ
-
লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান
রংপুর-উপজেলা ও পাশ্ববর্তী জেলা:
-
রংপুর-১: মো. আল মামুন
-
রংপুর-৪: আখতার হোসেন
-
কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম
-
কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ
-
কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি
-
গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ
-
গাইবান্ধা-৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান
রাজশাহী অঞ্চলের মনোনীতরা:
-
জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া
-
জয়পুরহাট-২: আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
-
বগুড়া-৬: আব্দুল্লাহ-আল-ওয়াকি
-
চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান)
নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জ:
-
নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাস
-
নওগাঁ-২: মো. মাহফুজার রহমান চৌধুরী
-
নওগাঁ-৩: পরিমল চন্দ্র (উরাও)
-
নওগাঁ-৪: মো. আব্দুল হামিদ
-
নওগাঁ-৫: মনিরা শারমিন
-
নাটোর-২: আব্দুল মান্নাফ
-
নাটোর-৩: অধ্যাপক এস. এম. জার্জিস কাদির
-
সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল
-
সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)
-
সিরাজগঞ্জ-৫: মনজুর কাদের
-
সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ
দক্ষিণ-পশ্চিমাঞ্চল:
-
পাবনা-৪: অধ্যক্ষ ডা. মো. আব্দুল মজিদ
-
মেহেরপুর-১: মো. সোহেল রানা
-
মেহেরপুর-২: অ্যাডভোকেট সাকিল আহমাদ
-
চুয়াডাঙ্গা-১: মোল্লা মোহাম্মদ ফারুক এহসান
-
ঝিনাইদহ-১: অ্যাডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)
-
যশোর-৪: মো. শাহজাহান কবীর
-
মাগুড়া-২: মোহাম্মাদ তরিকুল ইসলাম
-
বাগেরহাট-২: মোল্যা রহমাতুল্লাহ
-
খুলনা-১: মো. ওয়াহিদ উজ জামান
-
খুলনা-২: ফরিদুল হক
-
পটুয়াখালী-১: অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
-
পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন
এভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ১২৫ আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়ে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে।











