পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকার পথে রওনা হয়েছেন। এটি প্রায় ১৩ বছর পর বাংলাদেশের সফরে আসা প্রথম পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফর। খবর জানিয়েছে জিও টিভি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
সফরের সময় (২৩-২৪ আগস্ট) ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।
২০১২ সালের পর এটি ঢাকায় পাকিস্তানের শীর্ষ পর্যায়ের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর সফর। ইসলামাবাদ এই সফরকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির সূচক হিসেবে দেখছে।
সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে নতুন চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর সমুদ্রপথে বাণিজ্য শুরু এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার-টু-সরকার বাণিজ্য সম্প্রসারণের পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তার বৈঠকের পর বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, কূটনৈতিক অগ্রগতির মাধ্যমে সরকারি পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হওয়ার দিকেও সম্মতি হয়েছে।
এপ্রিল মাসে করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং লাইন চালু এবং বিমান যোগাযোগ পুনরায় চালুর পরিকল্পনার মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।