প্রায় ১৫ বছর পর ঢাকায় বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
বুধবার ঢাকা এসে পৌঁছান আমনা বালুচ। বৈঠক শেষে তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে রাতে বারিধারায় আয়োজন করা হয়েছে বিশেষ নৈশভোজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য ও সংস্কৃতি—এসব খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সার্ক, ওআইসি ও ডি-৮-এর মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মেও সম্পর্ক গভীর করার বিষয়টি গুরুত্ব পাবে।
প্রসঙ্গত, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে ইসলামাবাদে। আর অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালে। আশা করা হচ্ছে, এবারের আলোচনায় পরবর্তী অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজন নিয়েও সিদ্ধান্ত আসবে।