আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলের মাধ্যমে সংঘটিত গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২২ অক্টোবর) সকালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল ১৫ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের শুনানির নির্দেশ দিয়েছেন।
দুই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এক মামলায় ১৭ জন এবং অন্য মামলায় ১৩ জন আসামি রয়েছেন। উভয় মামলাতেই শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে ২৩ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন বর্তমানে হেফাজতে আছেন।
এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের সময় রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোর থেকেই হাইকোর্টের মাজারগেট, মৎস্য ভবন, কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।