ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।
আর এই বড় সাইজের মাছ দেখে স্থানীয় বাজারে ভীড় জমিয়েছেন ক্রেতা ও উৎসুক জনতা।
পরে সেই মাছটি বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে শাহীন নামে এক জেলে মাছটি বিক্রি করেন।
এরআগে উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামের শাহীন বৃহস্পতিবার দিবাগত রাতে যমুনা নদী থেকে মাছটি ধরেন।
পরে মাছ বাজার থেকে পাঙ্গাস মাছটি ক্রয় করেন স্থানীয় শাহাদত হোসেন বাবু নামের এক ব্যক্তি।
শাহাদাত হোসেন জানান, ‘শুক্রবার সকালে মাছ বাজারে ১৪ কেজি ওজনের পাঙ্গাস মাছটি দেখতে পাই। এরআগে কখনো এতবড় পাঙ্গাস মাছ দেখেনি। মাছটি কেনার জন্য অনেকেই দামাদামি করছিল। পরে আমরা কয়েকজন মিলে ১৬ হাজার টাকায় মাছটি কিনি।