বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ‘পুলিশ হত্যা মামলায়’ এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে। মামলাটি এখনো প্রত্যাহার না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এ নিয়ে রোববার (২০ এপ্রিল) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি জানান, “এই মামলায় প্রধান দুই আসামি তাদের ১৬৪ ধারার জবানবন্দি প্রত্যাহার না করায় মামলা থেকে ফাইয়াজকে অব্যাহতি দেওয়া কঠিন হয়ে পড়েছে। তারা যদি নিজেদের জবানবন্দি ফিরিয়ে নিতেন, তাহলে হয়তো ১৭ বছরের এই ছেলেটিকে আর আদালতে যেতে হতো না।”
আসিফ নজরুল বলেন, “একটি মামলা তদন্তাধীন থাকলে তার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এখতিয়ার কেবল পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আর মামলার চার্জশিট হয়ে গেলে তখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মামলা প্রত্যাহারের সুযোগ থাকে।”
তিনি আরও বলেন, “এই মামলাটি এখন পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের অধীন। এখানে আইন মন্ত্রণালয়ের সরাসরি কিছু করার নেই।”
নিজে ফাইয়াজের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, “আমি ফাইয়াজের ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া। সেই প্রক্রিয়া মেনে এগোলে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।”
উল্লেখ্য, কিশোর বয়সী ফাইয়াজের বিরুদ্ধে চলমান মামলাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, একজন নাবালকের বিরুদ্ধে এত দীর্ঘ সময় মামলা চালিয়ে যাওয়া অমানবিক এবং এটি দ্রুত নিষ্পত্তির প্রয়োজন রয়েছে।