দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলের গোপালপুরে নিজ উপজেলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কারামুক্ত আব্দুস ছালাম পিন্টুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকেলে গোপালপুর সূতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও শহর বিএনপির উদ্যােগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির, সদস্য মোহাম্মদ আলী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।
এসময় জেলা ও উপজেলার কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপি’র অনেক নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছিলেন। অনেক নেতাকর্মীকে নির্যাতন, গুম ও খুন করা হয়েছে৷ এসব ঘটনায় আমরা শেখ হাসিনার বিচারের দাবি করছি৷ একই সাথে অন্তর্বতীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ারও দাবি করেন বক্তারা।