শাপলা প্রতীক বাদে অন্য প্রতীক বেছে নিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের তালিকা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না দিলে ইসি নিজ উদ্যোগে এনসিপিকে প্রতীক বরাদ্দ করবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, “এনসিপির চাহিদা শাপলা হলেও বিধিমালায় এই প্রতীক নেই, তাই দেওয়ার সুযোগও নেই। ১৯ অক্টোবরের মধ্যে তারা বিকল্প প্রতীক জানালে সেটি বিবেচনা করা হবে, না হলে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।”
এ সময় তিনি আরও বলেন, “আইন ও পরিস্থিতি বিবেচনায় শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন কমিশন দেখছে না।”
সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, কমিশন চায় না শাপলাকে জাতীয় প্রতীকের অংশ হিসেবে প্রতীক তালিকায় যোগ করতে। এনসিপি জানিয়েছে, তারা শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না। এ বিষয়ে সচিব বলেন, “এটা তাদের রাজনৈতিক অবস্থান, কমিশনের নয়।”
সচিব আরও জানান, ১২টি দলের নিবন্ধন সংক্রান্ত তথ্য মাঠপর্যায়ে যাচাই চলছে এবং আগামী সপ্তাহে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে ১১টি দেশে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সামগ্রী সংগ্রহও শুরু হয়েছে বলে জানান তিনি।