২০২৫-২৬ করবর্ষ থেকে সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রিটার্ন দাখিল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হলেও অনেক করদাতার মনে প্রশ্ন আছে—স্বর্ণ ও অন্যান্য সম্পদের বাজার মূল্য কীভাবে উল্লেখ করতে হবে? আগের বছরের সম্পদও কি আবার এই বছর প্রদর্শন করতে হবে?
এনবিআর স্পষ্ট করেছে, স্বর্ণ এবং অন্যান্য সম্পদের ক্ষেত্রে বাজার মূল্য প্রদর্শন করা যাবে না। পূর্ববর্তী বছরে যে মূল্য প্রদর্শিত হয়েছিল, সেটিই এবারও দিতে হবে। তবে, নতুন কেনা সম্পদের ক্ষেত্রে প্রকৃত ক্রয়মূল্য উল্লেখ করতে হবে।
তাছাড়া, আগের বছরে যেসব সম্পদ নগদায়ন বা হস্তান্তর হয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত সম্পদ এই বছর রিটার্নে প্রদর্শন করতে হবে।
রিটার্ন দাখিলের সময় ‘Asset & Liabilities’ পেজে বিস্তারিত তথ্য দিতে হয়। এখানে উল্লেখ করতে হয়—ব্যবসার মূলধন, কৃষি ও অ-কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ (যেমন শেয়ার, ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস), মোটরগাড়ি, সোনা, হীরা, গৃহস্থালির জিনিসপত্র এবং নগদ অর্থ। এছাড়া ঋণের তথ্যও এ পেজে অন্তর্ভুক্ত করতে হয়।