নিজস্ব প্রতিবেদক : “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”।
কাক ডাকা ভোরে শহীদ ভাইয়ের স্মৃতিচারণে প্রভাতেফেরিতে অংশ নেয় ভিবিডি টাংগাইলের ভলান্টিয়ারগণ।
দিগন্তে ভেসে আসা শ্রদ্ধা সংগীতকে পুজি করে; নবীন-প্রবীণ, ধনী-গরিব ভেদাভেদ ভুলে একুশে গৌরবকে ফুটিয়ে তোলাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য।
নবীনদের ভাষা আন্দোলনের ইতিহাস জ্ঞাপন ও প্রবীণদের ইতিহাস স্মরণে তারা ছিলেন সচেষ্ট।
আরো পড়ুন – ঘাটাইল এখন জুয়ারীদের স্বর্গরাজ্য; চলছে কাইট, পয়সা আর ওয়ানটেন
প্রায় তিন হাজারেরো অধিক শুভাকাঙ্খীর শ্রদ্ধা নিবে সিক্ত হয়ে সমাপ্তি ঘটে ৩য় বারের মত ভিবিডি-টাংগাইলের আয়োজন “রঙতুলিতে অমর একুশে সিজন-৩”।
এই আয়োজনে উপস্থিত ছিলেন- টাংগাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহযোগী অধ্যাপিকা মাসুদা আক্তার, টাংগাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহ, ভিবিডি টাংগাইল এর প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি মো. শাহরিয়ার আহমেদ, সালমান আহমেদ সহ অন্যান্য ভলান্টিয়ারগন।
পৃথক পৃথক বানীতে মাসুদা আক্তার, জিন্নাহসহ প্রমুখ মহোতীগন সাধুবাদ জানান এ উদ্যোগের।
পরবর্তীতে সকল প্রকার সহায়তার আশ্বাস ও প্রদান করেন।
অনুষ্ঠান শেষে মতবিনিময় সভা ও শুদ্ধ বাংলা চর্চার প্রতজ্ঞা করেন ভিবিডি টাংগাইলের ভলান্টিয়ারগণ।
তদুপরি প্রহর আহমেদ ও মোশারফ হোসেনের তত্বাবধান এবং মো. শাহরিয়ার আহমেদ এর সার্বিক দিক নির্দেশনায় সফল সমাপ্তি ঘটে এবারের আয়োজনের। সম্পাদনা – অলক কুমার