গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৩১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া চারজনের মধ্যে একজন ৩ বছরের শিশু, একজন ৯ বছরের কন্যা শিশু, একজন ৫২ বছর বয়সী পুরুষ ও একজন ৪০ বছর বয়সী নারী রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯০ জন, বরিশাল বিভাগে ৮৯ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন ও রংপুরে ৪ জন নতুন করে ভর্তি হয়েছেন।
চলতি বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৩৪৫ জন এবং মারা গেছেন ৬৯ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত এডিস মশা নিয়ন্ত্রণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।