আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের ২৮ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে ঈদ উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, “ঈদের আগেই শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে হবে। যারা বেতন দেবে না, তারা দেশের বাইরে তো দূরের কথা, ঢাকার বাইরে যাওয়ারও সুযোগ পাবে না।”
ড. সাখাওয়াত হোসেন আরও জানান, শ্রমিকদের বেতন না দেওয়ায় এখন পর্যন্ত ৫ জন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধেও মামলা করা হবে। প্রয়োজনে বিদেশে অবস্থানরত মালিকদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে।
নৌপথের নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ঈদে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি লঞ্চে চারজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবে এবং ঈদের আগে ও পরে তিনদিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।”
সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।