কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তা গ্রাম-গঞ্জের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
রবিবার (২০ জুলাই) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লায় এক বিএনপি নেতার ছেলের আকিকা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
আকিকা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মুক্তিযুদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন ও আহ্বায়ক আমিনুর ইসলাম, ছাত্রদল নেতা শরীফ মোল্লা ও আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
নেতারা সবাই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।