বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার দিঘুলিয়াতে ৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।
৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম রহিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ। এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসম্পৃক্ততার বৃদ্ধির লক্ষ্যে বিএনপি কাজ করছে। ৩১ দফা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। তাই তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে।
 
			 
    	 
		     
                                
 
                                




 
							




