৩ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়নের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তিন দফা দাবিতে তারা এই মানববন্ধন করে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিন দফা দাবি হলো, (১) ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনন্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কম্প্রিহেনসিভ লাইসেন্সিং অনতিবিলম্বে পরীক্ষা নেয়া;

(২) কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল ও

(৩) FWV (ফ্যামিলি ওয়েলফেয়অর ভিজিটর)দের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান মর্যাদা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার।

মানববন্ধনে বক্তারা সরকারকে অনতিবিলম্বে দাবিগুলো মেনে নেয়ার অনুরোধ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি; টাঙ্গাইল নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম; টাঙ্গাইল নার্সিং ইন্সটিটিউট এর মিডওয়াইফ প্রতিনিধি জেসমিন সুলতানা প্রমুখ। সম্পাদনা – অলক কুমার