চট্টগ্রামে একের পর এক শিশু হত্যাকাণ্ডের পর দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। সেই ধারাবাহিক ঘটনার একটি—শিশু নুসরাত জাহান তরী হত্যা মামলায় চার বছর পর অবশেষে আসামি রাসেল হোসেন শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মর্জিনা আক্তার।
২০২১ সালের ২৭ জুন চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল এলাকায় নিজ বাসায় রেখে কর্মস্থলে যান তরীর মা ফাতেমা বেগম। দুপুরে ফিরে সন্তানকে মৃত অবস্থায় পান। শুরুতে অন্য একজনকে গ্রেপ্তার করা হলেও পরে ডিএনএ পরীক্ষার ফলের ভিত্তিতে তদন্ত ভিন্নদিকে মোড় নেয়। দীর্ঘ অনুসন্ধানের পর পিবিআই রাসেলকে গ্রেপ্তার করলে তিনি জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন।
চট্টগ্রামে এই ঘটনার পাশাপাশি কয়েক বছরের মধ্যে আরও কয়েকটি শিশু হত্যাকাণ্ডে তদন্তে অগ্রগতি হয়েছে। সুরমা, বর্ষা ও আয়াত হত্যার ঘটনা উদ্ঘাটন করে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। তবে ২০২০ সালের অক্টোবর মাসে ৬ বছরের শিশু আরিয়ান হত্যার রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। ঘটনাটি পিবিআই তদন্ত করছে।
চট্টগ্রামের এসব ধারাবাহিক হত্যাকাণ্ড তদন্তের স্বচ্ছতা, বিচারপ্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে সারা দেশে আলোচনা চলছে।











