তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট হোক গণতন্ত্র, সুশাসন এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতির দিন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এই আহ্বান জানান।
তিনি বলেন, “এক বছর আগে আজকের দিনে—২০২৪ সালের ৫ আগস্ট—বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি পায়। এই দিনটি রাহুমুক্তির প্রতীক, এই দিনটি বিজয়ের।” তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার এই দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
তারেক রহমান আরও বলেন, “পলাতক ফ্যাসিস্ট সরকার গুম, খুন, নির্যাতনকে সাধারণ ঘটনায় পরিণত করেছিল। বিচারবিভাগ, নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে নির্বাচনকে প্রহসনে রূপান্তর করা হয়েছিল। শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল।” তিনি অভিযোগ করেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করে দেশকে অর্থনৈতিক দেউলিয়ায় পরিণত করা হয়েছিল।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে গণ-অভ্যুত্থান হয়, তাতে ১৫০০ এর বেশি মানুষ শহীদ হন এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হন। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফিরে পায় গণতন্ত্রের পথ।
তারেক রহমান বলেন, “১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এই শহীদদের প্রতি আমাদের ঋণ আছে, এবং ইনসাফভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়েই আমরা সেই ঋণ পরিশোধ করতে পারি।”
তিনি আরও বলেন, “একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের নামে কোনো উগ্রবাদ, ফ্যাসিবাদ বা চরমপন্থা যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, সেদিকে সবার সজাগ থাকতে হবে।”
সর্বশেষে তারেক রহমান বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করতে পারবে। আগামীর প্রতিটি ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের চেতনায় দীপ্ত এক নতুন অঙ্গীকারের দিন।” তিনি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।