চব্বিশের গণ-আন্দোলনে রাজধানীর গুলশান, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া রাজধানীর চানখারপুল এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারে নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রবিবার (৯ ফেব্রুয়ারি) এই পরোয়ানা জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম।
সাতজনের মধ্যে গুলশানের ঘটনায় দুইজন, রামপুরার ঘটনায় দুইজন ও উত্তরার ঘটনায় তিনজন বলে জানান প্রসিকিউটর তামিম। তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে পরোয়ানাভুক্তদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন।
ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কাজের হালনাগাদ তথ্য জানিয়ে প্রসিকিউটর তামিম সাংবাদিকদের বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। আমরা আশা করছি, চলতি মাসেই কয়েকটি তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবে।
তিনি বলেন, এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮০ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি আছে।এই ৮০ জনের মধ্যে ৫২ জন বেসামরিক, ৪৫ জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ৯ জন সাবেক সেনা কর্মকর্তা বলে জানান প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।