পটুয়াখালীর বাউফলে ৯ বছর বয়সী এক শিশুকে ধ’র্ষ’ণের অভিযোগে সালাম খন্দকার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাউফল থানায় অভিযোগ দায়ের করলে দ্রুত তাকে গ্রেফতার করা হয়।
সালাম খন্দকার উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা-তাঁতেরকাঠী গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, বিকেলে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের বিব্রতকর অবস্থায় দেখতে পান।
ঘটনার পর শিশুটি তার মাকে জানালে, বাবা থানায় অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে রোববার আদালতে পাঠানো হবে।