যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণার দুই দিন পর এবার কঠোর প্রতিক্রিয়া জানাল চীন। আজ শুক্রবার বেইজিং ঘোষণা করেছে, ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে তারা।
চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, শুল্ক ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু বিরল মূল্যবান ধাতুর রপ্তানিতে নিয়ন্ত্রণ আনা হচ্ছে। ৪ এপ্রিল থেকে সামারিয়াম, টার্বিয়াম, লুটেটিয়ামসহ বেশ কয়েকটি ধাতুর রপ্তানির ওপর বিধিনিষেধ কার্যকর হবে।
এর পাশাপাশি চীন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে এবং ১৬টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় ও ১১টি প্রতিষ্ঠানকে ‘অবিশ্বস্ত সত্তা’ তালিকায় যুক্ত করেছে।
চীনের মতে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্যনীতির পরিপন্থী এবং একপক্ষীয় আচরণ। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন তার জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হচ্ছে, যা বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে।