মধুপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ছয়টি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
১৮টির মধ্যে একটিতে ব্যালট ও বাকিগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।
এর মধ্যে জেলার মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে নির্বাচন কমিশন অরণখোলা ও ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করে।
ইউনিয়ন ৬টি হলো – কুড়ালিয়া, মহিষমারা, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, শোলাকুড়ী।
এই ৬টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান।
তিনি জানিয়েছেন এই ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন- শোলাকুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে এড. ইয়াকুব আলী, কুড়াগাছা ইউনিয়নে নৌকা প্রতীকে ফজলুল হক, বেড়িবাইদ ইউনিয়নে নৌকা প্রতীকে জুলহাস উদ্দিন, আউশনারা ইউনিয়নে নৌকা প্রতীকে গোলাম মোস্তফা, কুড়ালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া উপজেলার মহিষমারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহি উদ্দিন আনারস প্রতীক নিয়ে বেরকারি ভাবে বিজয়ী হয়েছেন। সম্পাদনা – অলক কুমার