সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের আবাসিক ভবনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিহাবের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে সখীপুর উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিহাবের বাবা প্রবাসী ইলিয়াস হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর, যুগ্ম-আহ্বায়ক সজিব আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে শিহাবের মা আসমা বেগম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনজুর মুরশেদ মজনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা শরীফ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আল মামুনসহ উপজেলা, শহর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন – হত্যার বিচার চাওয়ায় শিক্ষার্থীদের টিসি দেয়ার অভিযোগ সৃষ্টি’র বিরুদ্ধে
এসময় বক্তারা তাদের বক্তব্যে শিহাবকে অমানুষিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।
তারা অবিলম্বে শিহাবের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
শিহাবের বাবা ইলিয়াস হোসেন বলেন, আমার বাবা ছিল নিষ্পাপ সোনার মত শিশু। সে ছিল অবুঝ। সে আত্মহত্যা করা বোঝেনা।
তাকে নির্যাতন করে মেরে ফেলে আত্মহত্যা করেছে বলে মিথ্যা প্রচার করা হচ্ছে; ওরা মানুষ গড়ার কারিগর নয় ওরা হত্যাকারী ওরা অমানুষ।
তিনি তার নিষ্পাপ অবুঝ ছেলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
ঘটনার পর থেকে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিহাবের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে।
আরো পড়ুন – পড়তে এসেছি, মরতে নয়!!
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিহাবের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছে।
উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে ওই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবের লাশ উদ্ধার করা হয়।
শিহাবের বাড়ি সখীপুর উপজেলার বেরবাড়ি গ্রামে। সম্পাদনা – অলক কুমার