কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ বক্সে বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন – নিবিড় তদন্তের জন্য শিহাব হত্যা মামলা সিআইডিতে- এসপি
নিহত রাবেয়া খাতুন (৭০) উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ দ্বিমুখা গ্রামের মৃত রবি শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের আগে একটি রিকশা, ট্রাক ও পিকআপকে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলে এক পথচারী বৃদ্ধা নিহত হন ও আহত হন আরও দুজন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল আক্তার জানান, নিহতের মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : চার আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর
তিনি আরও জানান, এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে রিক্সাচালক শহিদুলের অবস্থা গুরুতর।
তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা – অলক কুমার