নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুটি আইসক্রিম ফ্যাক্টরিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভেজাল বিরোধী অভিযানে সদর উপজেলার দোয়েল আইস এন্ড বরফ ফ্যাক্টরিকে ১০ হাজার ও শহরের কাগমারা এলাকায় পোলাক আইসক্রিম ফ্যাক্টরিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরো পড়ুন – মেয়েদের উত্যক্তকারীদের হামলায় প্রতিবাদকারী যুবকের মৃত্যু
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কুমুল্লি চোরাস্তা বাজার ও কাগমারা মেছের মার্কেট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন ।
ক্ষতিকারক ও মেয়াদ বিহীন ফুড কালার, ভেজাল কেমিক্যাল, অন্য প্রতিষ্ঠানের নকল আইসক্রিম তৈরির লেবেলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ দোয়েল আইসক্রীম এন্ড বরফ ও পোলাক আইসক্রিম কারখানা) মোট ১২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে আইসক্রিম ও পানীয় তৈরির কাজে ব্যবহারকৃত মালামাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ মালামাল ধ্বংস করা হয়।
আরো পড়ুন – ধর্ষক গ্রেপ্তারে ভূঞাপুরে সনাতন ধর্মাবলম্বীদের আলটিমেটাম
উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা – অলক কুমার