মধুপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ও এক আসামী নিহত হয়েছে।
গুরুতর আহত হয়েছেন এক উপ-পরিদর্শক ও অপর এক আসামী।
সোমবার (২৪ অক্টোবর) রাতে মধুপুর-জামালপুর সড়কের গোলাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যরা জামালপুর জেলায় কর্মরত।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমীন জানান, জামালপুর সদর উপজেলার নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দুই আসামীর ডিএনএ পরীক্ষার জন্য একটি মাইক্রোবাসে ঢাকায় নিয়ে যায়।
প্রচন্ড বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটি রাত সাড়ে আটটার দিকে গোলাবাড়ী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের আরোহীদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে চিকিৎসারা কনস্টেবল নূরুল ইসলাম ও আসামী লালনকে মৃত ঘোষনা করেন।
গুরুতর আহত উপ-পরিদর্শক আজিজুল হক ও কনস্টেবল মো. সোহেল ও আসামী লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে কনস্টেবল সোহেলের মৃত্যু হয়।
নূরুল ইসলাম ও লালনের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। সম্পাদনা – অলক কুমার