অলক কুমার : টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নে উপ-নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক স্বপন আলী (২২) একই ইউনিনের রায়ের মাকুল্যা গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।
বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগদা শিমলা ইউনিয়নের মাকুল্যা সরকারি বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপালপুর থানার এস আই মো. মাসুদ রানা বলেন, ভোট কেন্দ্রের সামনে স্বপন আলী দেশীয় ধারালো অস্ত্র চাকু ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিলো।
আরো পড়ুন – টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে অশালীন আচরণের লিখিত অভিযোগ
খবর পেয়ে তাকে কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে।
একটি কেন্দ্র থেকে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।