কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মুনসুর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বীরবাসিন্দা ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনসুর আলী বীরবাসিন্দা ফকির পাড়া গ্রামে মৃত মোকছেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বীরবাসিন্দা ফকির পাড়া মুনসুর আলী সঙ্গে জুলহাস পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
আরো পড়ুন – টাঙ্গাইলে ঘুষ নিতে গিয়ে দুদকের কাছে আটক ৩ বনকর্মচারী
স্থানীয় চেয়ারম্যান ছোহরাব আলী বলেন, প্রতিপক্ষের লাঠিসোটার ভয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে শুনেছেন। এর মধ্যে দুই পক্ষের সালিশ মিমাংসার বৈঠক হয়েছে।
মৃত মুনসুর আলীর স্ত্রী ফাতেমা ও তার ছেলের স্ত্রী মুনজুরা বলেন, সকালে জমিসংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ জুলহাস, পিন্টু, লিটন ও মিনহাজ লাঠিসোটা নিয়ে বাড়িতে মুনসুর আলী সঙ্গে কথা কাটাকাটি হয়; একপর্যায়ে তারা মারতে লাঠি তুলেন।
এসময় ঘটনাস্থলে গেলে দেখা যায় মুনসুর মাটিতে পড়ে রয়েছে।
পরে তাকে উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে প্রতিপক্ষ পিন্টু, জুলহাস,লিটন ও মিনহাজ গা ঢাকা দিয়েছেন। তাই অভিযোগের বিষয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
নিহত বৃদ্ধ মুনসুর আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা – অলক কুমার