টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে রোগীর সংখ্যা। গত ৮ মার্চ টাঙ্গাইলে প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয়। সেদিন থেকে ১৪ আগস্ট পর্যন্ত টাঙ্গাইল ১৬০ দিন অতিবাহিত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। যার এক-তৃতীয়াংশই টাঙ্গাইল সদরে।
শুক্রবার (১৪ আগস্ট) পর্যন্ত মোট আক্রান্ত ২০০৬ জনের মধ্যে সদরে ৭৩৪, মির্জাপুর ৩৭৯, মধুপুর ১৪২, ঘাটাইল ১১৪, কালিহাতী ১০৬, সখিপুর ১০৩, ভূঞাপুর ১০৩, গোপালপুর ৭৪, দেলদুয়ার ৭২, ধনবাড়ী ৬৮, নাগরপুর ৬২ এবং বাসাইল উপজেলায় ৪৯ জন আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৬২ জন। যার মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪৯৭, নাগরপুরে ৫২, দেলদুয়ারে ৫০, সখিপুরে ৫৫, মির্জাপুরে ৩৬০, বাসাইলে ৩২, কালিহাতীতে ৫২, ঘাটাইলে ৫২, মধুপুরে ৭৪, ভূঞাপুরে ৫৮, গোপালপুরে ৪৫, ধনবাড়ি ৩৫ জন।
এছাড়া টাঙ্গাইলে এই ১৬০ দিনে ৩৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে টাঙ্গাইল সদরে ১২ জন, নাগরপুর ১, দেলদুয়ারে ৩, সখিপুরে ২, মির্জাপুরে ৬, বাসাইলে ১, ঘাটাইলে ৩, মধুপুরে ১, ভূঞাপুরে ২ ও ধনবাড়িতে ২ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা – অলক কুমার