নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সিনিয়র আয়কর উপদেষ্টা ও কবি যুগলপদ সাহা পরলোক গমন করেছেন।
বৃহস্পতিবার (১১ মে) সকালে টাঙ্গাইল শহরের সাবালিয়াস্থ পাঞ্জাপাড়ার নিজ বাসভবনে তিনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন।
তিনি টাঙ্গাইলে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখরের পিতা।
পরলোকগমণকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ বহু সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার বড় ছেলে দেবাশীষ সাহা আয়কর উপদেষ্টা, মেঝ ছেলে শুভাশীষ সাহা প্রকৌশলী ও ছোট ছেলে কামনাশীষ শেখর প্রথমআলো পত্রিকার স্থানীয় নিজস্ব প্রতিবেদক এবং একমাত্র মেয়ে বিপাশা সাহা।
বৃহস্পতিবার দুপুর ১টায় তার মরদেহ শহরের বড় কালিবাড়ীতে নেওয়া হয়।
সেখানে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট, কুমুদিনী পরিবার, টাঙ্গাইল সাহিত্য সংসদ, প্রথম আলো বন্ধু সভা, আয়কর উপদেষ্টাগণ সহ নানা শ্রেণি-পেশার লোকজন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেন করেন।
পরে কাগমারী দিনমনি শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। যুগলপদ সাহার জন্ম ১৯৩২ সালে।
তিনি একজন কবি ও পেশায় আয়কর আইনজীবী ছিলেন। দশটি কবিতাগ্রন্থ সহ তার মোট ১৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
কবি যুগলপদ সাহার মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সাহিত্যিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন এক শোক বার্তা পাঠিয়েছেন। সম্পাদনা – অলক কুমার