নবরূপ
-দিহান নৌসিন তোয়া
নব,নব,নব,জ্বালো আগুন,
পৃথিবীর বুকে যত নির্মম ক্ষত,
ভেঙে ফেলো,জ্বালিয়ে দাও,
করে তোল দিগন্তকে নতুন।
চারিদিকে যত ধ্বংসস্তূপ,
মিটিমিটি দুনিয়ায় যত ক্লান্তির রূপ,
মেঘ হয়ে ওঠো তুমি,
বৃষ্টি হয়ে নেমে নিভিয়ে দাও,
শত শত আগুন।
লেলিহান কান্নাকে পুঁজি করে হেসেছে তারা,
ক্ষত বিক্ষত মুখোশধারী হয়ে বেচে সারা।
তবু্ও তোমরা কেমনে আছো চুপ?
আছো মাথা নামিয়ে,
তুলছো না তবু জাগরণের সুর!
আকাশ কী তুমি দেখোনি?সে তো সীমাহীন!
সাগরকে কী তুমি দেখোনি?সে তো অপরাজেয়!
পাহাড়কে দেখোনি?সে কতো অটুট!
তারা কী তোমাদের ঘুরে দাঁড়ানোর শিক্ষা দেয় না?
জ্বালো,জ্বালো,জ্বালো
তোমাদের হাতেই হবে ধ্বংস।
তোমাদের হাতেই পাবে মুক্তি।
তোমাদের কণ্ঠেই বাজবে জয়ের স্লোগান।
কারণ তোমরাই তো,
আগুন হয়ে জ্বলা নবজাগরণ।